ঢাকার সাভার থেকে এজেন্ট ব্যাংকের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মুলহোতাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ মে) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে এসব জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ২৫ লাখ টাকার মধ্যে ১১ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।
সংবাদ সম্মেলন থেকে ঢাকা জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান জানান, ইসলামি ব্যাংকের মার্কেটিং ম্যানেজার ও এক নিরাপত্তা কর্মী গত ৫ মে ২৫ লাখ টাকা সাভারের হেমায়েতপুর শাখায় জমা দিতে যাবার পথে উলাইলে আগে থেকে উৎ পেতে থাকা গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে এই ঘটনায় সাভার থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গতরাতে পটুয়াখালী থেকে প্রথমে এই ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আরো দুজনকে। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া ২৫ লাখ টাকার মধ্যে ১১ লাখ টাকা উদ্ধার করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
আফ/দীপ্ত নিউজ