হবিগঞ্জ–৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামরুল ইসলাম তার জামিন না মঞ্জুর করেন।
কোর্ট ইন্সপেক্টর মো. নাজমুল হক জানান, চুনারুঘাটে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের মামলায় আজ তার জামিন শুনানীর ধার্য্য তারিখ ছিল। ব্যারিস্টার সুমনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মোঃ আব্দুস শহীদ। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
আগামী ২৬ এপ্রিল ওই মামলার জামিন শুনানির কথা রয়েছে।
আসামী পক্ষের আইনজীবি মো. আব্দুস শহীদ বলেন, আজ ব্যরিস্টার সুমনের জামিনের শুনানীর ধার্য্য তারিখ ছিল। চুনারুঘাটে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে হামলার ঘটনার সুমনের সম্পৃক্ততা রয়েছে বলে মামলায় বলা হয়েছে। আমরা আদালতকে বলেছি, এ ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। ওই ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই। ব্যারিস্টার সুমন নিজেও বিচারকের সাথে কথা বলেছেন’।
এদিকে, আদালতে তোলার সময় ব্যরিস্টার সুমন দেশের মানুষের মঙ্গল কামান করেছেন। তিনি বলেন, ‘দোয়া করি দেশের মানুষ ভাল থাকুক, আমি দেশের মানুষের মঙ্গল কামান করছি’।
প্রিয়/আল