ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে ইউটিউব দেখে বোমা বানাতে গিয়ে হাতের কবজি হারালো আদুল্লাহ আল নোমান (১৯) নামে এক যুবক।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নোমানের হাতের কবজি উড়ে যায় বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন।
শুক্রবার সকালে (১৪ জুলাই) সোনাগাজী মডেল থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ মামালার প্রধান আসামি আবদুল আজিজকে গ্রেফতার করেছে। সে বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের ছমাদ আলী ভূঞা বাড়ির রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নোমান বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নানার বাড়ি ছমাদ আলী ভূঞা বাড়িতে বেড়াতে যান। বন্ধু আজিজের ঘরে বসে ইউটিউব দেখে রাত আটটার দিকে বোমা তৈরী করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে নোমানের বাম হাতের কবজি উড়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ বলেন, পুলিশ ও বোমা স্পেশালিস্ট ঘটনাস্থালে গিয়ে মোবাইল সহ সংশ্লিষ্ট আলামত উদ্ধার করেছেন। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ