ইঞ্জিনিয়ার সেলিমকে আহ্বায়ক ও মো. হুসাইনকে সদস্য সচিব করে মাগুরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা করা হয়েছে।
১০২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ১১ জনকে যুগ্ম সদস্য সচিব, ১ জনকে মূখ্য সংগঠন, ১০ জনকে সংগঠক, ১ জন মুখপাত্র ও ৬৭ জনকে সদস্য করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এই কমিটি রবিবার মাগুরার গণমাধ্যম কর্মীদের হাতে আসে।
কমিটির বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরার নবগঠিত কমিটির সদস্য সচিব মো. হুসাইন বলেন, আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সংগঠনের নীতি মেনে যথার্থভাবে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব।
শ্রাবণ/আল