ছাত্র আন্দোলনের সহযোদ্ধা কদরুল হাসান দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার তিনি নগরীর সোনাডাঙ্গার সোনারবাংলা গলির বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
কদরুল হাসানের স্ত্রী সাঈদা খাতুন শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, আমার স্বামী খুলনার খালিশপুরের সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র। পাশাপাশি শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করেন। গত ৫ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে আমার স্বামী বাসা থেকে বের হন। ওইদিন সন্ধ্যা ৭টার সময় তার সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হলে তিনি জানায় যে, আমি বন্যার্তদের ত্রাণের কাজে ব্যস্ত আছি। দ্রুত বাসায় ফিরবো। পরবর্তীতে তিনি বাসায় ফেরেনি। রাত ১১টায় আমি তাকে ফোন দিলে একবার তার নম্বর খোলা পাই। কিন্তু ফোন রিসিভ করেনি। তারপর থেকে নম্বর বন্ধ। অনেক খোঁজাখুঁজি করে আমার স্বামীর কোনো সন্ধান পাইনি।
তিনি বলেন, আমরা পরিবারের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করেছি। সম্ভাব্য সব স্থানে তাকে খুঁজেছি। কিন্তু কোনো সন্ধান পাইনি। গেল ৬ সেপ্টেম্বর প্রথমে সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করি।
এ ছাড়া হারিয়ে যাওয়ার ঘটনাস্থল খুলনা থানা এলাকা হওয়ায় রাতে আবার পুলিশের পরামর্শে খুলনা থানায় আরেকটি জিডি করি। এখনও তার সন্ধান না মেলায় আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন।
আল/ দীপ্ত সংবাদ