আগুনমুখোর তাপদাহে ও ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে আবারও গত কয়েকদিন থেকে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আজ ( ৯ মে ) দুপুর তিনটার পর রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, আজ সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.০ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.০ ডিগ্রী সেলসিয়াস। আর দুপুর তিনটায় বাতাসের আদ্রতা ছিল ২৭ শতাংশ।
গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৪০.৩ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৩ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৩৮.৬ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৬ ডিগ্রী সেলসিয়াস। এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ এপ্রিল রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস। এ তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে, তবে ১১ মে এরপর তাপমাত্রা কিছুটা কমবে।
উল্লেখ্য, গত বছর ১৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
আল/দীপ্ত সংবাদ