মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

১০ সদস্যের সহায়ক কমিটি গঠন করল বেসিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা:

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)-এর চলমান অচলাবস্থা নিরসন এবং কার্যক্রমকে গতিশীল করতে ১০ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বেসিস প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসক যেরূপ সহায়তা প্রয়োজন মনে করবেন, উক্ত কমিটি কেবলমাত্র সেরূপ সহায়তা প্রদান করবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাণিজ্য সংগঠন আইন ২০২২এর ১৮ ধারার ২() উপধারা অনুযায়ী এই কমিটি গঠিত।

কমিটি সদস্যরা হলেন মুশফিকুর রহমান (স্পেকট্রাম সফটওয়‍্যার অ্যান্ড কনসালটিং প্রা. লি.), মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লিমিটেড), মো. রওশান কামাল (টেকসল টেকনোলজিস বাংলাদেশ লি.), বেলাল আহমেদ (সিনার্জী ইন্টারফেস লি.), রাশেদ কামাল (দি ডাটাবিজ সফটওয়ার লি.), এ এইচ এম রোকমুনুর জামান রনি (এইচ আর সফট বিডি), মুহাম্মদ আব্দুল মজিদ (বাংলা পাজেল লিমিটেড), মো. জুয়েল (লেমিসে লিমিটেড), ফেরদৌস আলম (এটোভা টেকনোলজি) এবং সৈয়দ জাহিদ হোসেন (মিট এক্সপার্ট)

নতুন কমিটি প্রসঙ্গে বেসিস প্রতিষ্ঠাতা সদস্য ও ফ্লোরা টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক বলেন, নতুন সহায়ক কমিটি অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, নতুন ও পুরাতন সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বেসিসকে আরও সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে। আমাদের লক্ষ্য, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রভাবশালী করা, যাতে দেশের আইসিটি খাতের উন্নয়নে বেসিসের অবদান আরও দৃশ্যমান হয়।

কমিটি সদস্য ও লেমিসে লিমিটেড স্বত্বাধিকারী ইঞ্জি. মো. জুয়েল বলেন, মামলাসহ বিভিন্ন কারণে বেসিস দীর্ঘ দিন অচল ছিল। প্রশাসক মহোদয় একজন বিচক্ষণ ব্যক্তি, তিনি সুন্দর একটি সহায়ক কমিটি গঠন করেছেন। এখন আমাদের প্রধান কাজ হবে বেসিসকে পুনরায় সচল করে যত দ্রুত সম্ভব মেম্বার সার্ভিসগুলি সহজ করা। প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করে দ্রুততার সঙ্গে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More