দেশের প্রথম প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ড ‘বেলিসিমো’ ভোক্তাদের জন্য নিয়ে এলো নতুন স্বাদের আইসক্রিম ‘সল্টেড ক্যারামেল’। উৎকৃষ্ট মানের উপাদানে তৈরি এই আইসক্রিম ক্রিমি, সুস্বাদু এবং এক্সক্লুসিভ ফ্লেভারের অনন্য সংযোজন, যা ভোক্তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।
সল্টেড ক্যারামেল আইসক্রিমে রয়েছে ক্যারামেলের মিষ্টি স্বাদ এবং হালকা লবণের পরিপূর্ণতা, যা মুখে লাগার সঙ্গে সঙ্গেই ভিন্নধর্মী স্বাদ অনুভূতি দেবে। বেলিসিমোর অন্যান্য প্রিমিয়াম আইসক্রিমের মতোই এটি উচ্চমানের দুধ, ক্রিম এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যা গুণগত মান ও স্বাদের ক্ষেত্রে কোনো আপস করে না।
বর্তমানে ‘সল্টেড ক্যারামেল’ আইসক্রিম ৯০০ মিলিলিটারের কনটেইনারে পাওয়া যাচ্ছে। এটি ঢাকাসহ দেশের বিভিন্ন সুপারশপ, ডিপার্টমেন্টাল স্টোর এবং ই–কমার্স প্ল্যাটফর্মগুলোতে সহজলভ্য। অনলাইনে অর্ডার করেও গ্রাহকরা তাদের পছন্দের নতুন এই ফ্লেভার উপভোগ করতে পারবেন।
প্রিমিয়াম আইসক্রিমের ক্ষেত্রে বেলিসিমো সবসময় স্বাদের নতুনত্ব ও মানের উৎকর্ষতার ওপর গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি ভোক্তাদের চাহিদা ও রুচি বিবেচনায় নিয়ে নিয়মিত নতুন ফ্লেভার বাজারে আনছে। নতুন স্বাদের এই আইসক্রিমের মাধ্যমে বেলিসিমো ক্রেতাদের আরও বেশি মজাদার এবং ব্যতিক্রমী স্বাদের অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যে কাজ করছে।