বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অপেক্ষিত প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনির্ধারিত সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সমাবর্তন কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে গৃহীত এই সিদ্ধান্তের পেছনে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের রেজিস্ট্রেশন ফি কমানোর দাবি আমল নেওয়া এবং আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হয়েছে।
জানা গেছে, পূর্বে ১৭ জানুয়ারি ২০২৬–এ অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়েছিল, যার রেজিস্ট্রেশন ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর চলছিল। নতুন তারিখ ও রেজিস্ট্রেশনের বিস্তারিত পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, জাতীয় নির্বাচনের সময়সীমা (সম্ভাব্য জানুয়ারি–ফেব্রুয়ারি ২০২৬) বিবেচনায় স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।