বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয় মুসল্লিরা
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরেন তারা।
বন্দর সূত্র জানা যায়, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর আগে থেকে বিপুল সংখ্যক ভারতীয় মুসল্লি বাংলাদেশে আসেন।আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে মাওলানা সাদ গ্রুপের ইজতেমা। ইজতেমা শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফেরার জন্য বেনাপোল ইমিগ্রেশনে ভিড় করছেন।
আরও পড়ুন: আখেরি মোনাজাতে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমা
বেনাপোল ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, ইজতেমা শেষে ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছেন। ভারতীয় মুসল্লিদের ফিরতে আরও দুদিন লাগবে।