পাঁচ দিনের বিরতির পর সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে বেনাপোল–পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি–রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম চালু হওয়ার পর ১৫ ঘণ্টায় মোট ৭৪৬ ট্রাক পণ্য আদান–প্রদান হয়। এর মধ্যে ৪২০ ট্রাক পণ্য বাংলাদেশে আমদানি হয়েছে, আর ৩২৬ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।
আমদানি–রপ্তানি হওয়া পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে মেশিনারি, কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী, ঝুট, টিস্যু, সাবানসহ আরও নানা ধরনের সামগ্রী।
জানা গেছে, পাঁচ দিন আমদানি–রপ্তানি বন্ধ থাকার কারণে পেট্রাপোল বন্দরের আশেপাশে পণ্যবোঝাই ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে, যেগুলো বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এর ফলে বেনাপোল বন্দরের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, দুর্গাপূজা উপলক্ষে গত পাঁচ দিন ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি বন্ধ ছিল। সোমবার সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম চালু হওয়ার পর মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ৭৪৬ ট্রাক পণ্য আমদানি–রপ্তানি হয়েছে।
ব্যবসায়ীদের মতে, পাঁচ দিনের বিরতি বাণিজ্যিক কার্যক্রমে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করেছে, যার ফলে বিভিন্ন পণ্য বিশেষ করে কাঁচামাল ও গার্মেন্টস পণ্যের সরবরাহে সমস্যা দেখা দিয়েছিল। তবে, পুনরায় বাণিজ্য কার্যক্রম চালু হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি পেয়েছেন এবং তারা আশা করছেন দ্রুতই সরবরাহ ব্যবস্থার স্বাভাবিকতা ফিরে আসবে।