যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি চালান প্রবেশের মধ্যদিয়ে ভারত থেকে ডিম আমদানী শুরু হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ত্রিপুরা থেকে একটি ট্রাকে ২৯৫ প্যাকেজে ৩ হাজার ৫৪০ কেজি ওজনের ৬১ হাজার ৯৫০টি ডিম বেনাপোল বন্দরে পৌঁছায়।
কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, ডিমগুলো ঢাকার বিডিএস কর্পোরেশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান আমদানি করেছে। বন্দর থেকে খালাসের পর ডিমের চালানটি ঢাকায় যাবে। ডিমগুলোর রপ্তানিকারক প্রতিষ্ঠান ত্রিপুরার কানুপ কর্পোরেশন।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ–সহকারি কর্মকর্তা হেমন্ত কুমার বলেন, আমদানিকৃত ডিমগুলো প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে ভালো পাওয়া গেছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিমুল্লাহ জানান, ডিমের চালানটি পরীক্ষা–নিরীক্ষা করে খালাস দেয়া হবে। ডিমের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে দুই হাজার ৯৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার।
এসএ/দীপ্ত নিউজ