‘কাস্টমস সেবার প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা এবং প্রগতি‘—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৬ জানুয়ারি) সকালে বেনাপোলে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে বেনাপোল কাস্টমস ক্লাবে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান এবং বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে কাস্টমস কর্মকর্তা–কর্মচারী, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।