পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশ ছাড়ার বিষয়ে সরকার অবগত নয়। দুর্নীতি যে কেউ করে বসতে পারে। এটা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৩১ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
বেনজীরকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয়। প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে। প্রধানমন্ত্রী অফিসের কিছু লোককেও শাস্তি দিয়েছেন।
বিএনপির গণতন্ত্রকে ‘কারফিউ‘ উল্লেখ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ছাড়া অন্যদেশের গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার নিয়ে কথা বলে না পশ্চিমারা। বিএনপির গণতন্ত্র ছিল ‘কারফিউ গণতন্ত্র‘। বিএনপি গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল।
এসএ/দীপ্ত সংবাদ