দেশের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান বেঙ্গল সিমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে যোগদান করেছেন ড. খন্দকার আতাউর রহমান রিফাত।
রবিবার (৭ জুলাই) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মাধ্যমে জনাব রিফারকে স্বাগত জানান বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মাননীয় চেয়ারম্যান মো. মোরশেদ আলম (এমপি), ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং বেঙ্গল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ব্যবসায়িক পরিমন্ডলে দীর্ঘ ২৯ বছরের আলোকজ্জ্বল জীবনে তিনি হুন্দাই সিমেন্ট, সিমেক্স সিমেন্ট, মেঘনা গ্রুপ, লাফার্জ–হোলসিম বাংলাদেশ, আমান সিমেন্ট, মেট্রোসেম গ্রুপ সমূহকে তার আত্মগুণাবলি, অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা সমৃদ্ধ করেছেন।
ড. খন্দকার আতাউর রহমান রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে এমবিএ অতঃপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বেঙ্গল পরিবার বিশ্বাস করে একজন সুযোগ্য, মহৎ ও কর্মক্ষেত্রে সমৃদ্ধশালী একজন মানুষ বেঙ্গল পরিবারের সদস্য হয়েছেন। যা বেঙ্গল পরিবারের দীর্ঘ পথ চলাকে করবে তরান্বিত।
জনাব রিফাতের অভিজ্ঞতা–লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ও তার হাত ধরে বেঙ্গল পরিবার ব্যবসায়িক জগতে আরো অগ্ৰগামী হয়ে, ঈর্ষণীয় কর্মপ্রণালী উপস্থাপন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বেঙ্গল পরিবারে জনাব রিফাতের এই পথচলা নতুন এক শক্তির সংযোজন। তার অনবদ্য ও অনুকরণীয় কর্মস্পৃহা কাজে লাগিয়ে বেঙ্গল গ্ৰুপ একটি সমৃদ্ধশালী প্রতিষ্ঠানের স্বপ্ন দেখে। বেঙ্গল পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা।
আল / দীপ্ত সংবাদ