বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা চাকমার জোড়া গোলেই মিয়ানমারকে হারিয়ে প্রথমবারে মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এছাড়া গত বছর সাফ ফাইনালেও ঋতুপর্ণার গোলেই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো লাল–সবুজের দেশটি।
সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে উঠে আসা ঋতুপর্ণা এখন শুধু ক্রীড়াঙ্গন নয় পুরো দেশেরই অন্যতম এক আইকনে পরিণত হয়েছেন। ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে এমন অসামান্য ভূমিকার জন্য ২১ বছর বয়সী এই তারকা নারী ফুটবলার এ বছরের বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মদিন এবং ৯৩তম মৃত্যুবার্ষিকী। সমাজের নানা ক্ষেত্রে নারীদের স্বীকৃতি ও অবদানের জন্য প্রতি বছর তার নামে পদক প্রদান করে থাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এবার ক্রীড়ায় ঋতুপর্ণা ছাড়াও নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে কল্পনা আক্তার, মানবাধিকার খাতে অবদানের জন্য ড. নাবিলা ইদ্রিস এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।