৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মিরপুরে বিএনপি নেতা তামজিদ সুলতান মুগ্ধ‘র উদ্যোগে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি‘র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
তারা দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
দেশনেত্রীর সুস্থতা ও দেশের সমৃদ্ধি কামনা করেন। পরে উপস্থিতদের মধ্যে খাবার বিতরণ করা হয়।