নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধ চালক, রুট পারমিট, ভাড়া তালিকা, ফিটনেস বিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনী–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড়পোলসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয় ।
অভিযান পরিচালনা করেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইয়াসির আরাফাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গণপরিবহনে শৃঙ্খলা আনতে, চালকদের লাইসেন্স, গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন, রুট পারমিট ও বৈধ কাগজপত্র তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফেনী–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোর বৈধ কাগজপত্র, চালকদের লাইসেন্স, রুট পারমিট, ভাড়া তালিকা ও রেজিস্ট্রেশন না থাকায় ১৬ টি বাস ও দুটি মোটরসাইকেলকে ৪১ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত জানান, দণ্ডপ্রাপ্ত বাসগুলোর বেশির ভাগেরই যে রুটে চলাচল করছে সেই রুটের পারমিট নেই। অন্য রুটের গাড়িগুলো এনে এই রুটে চালানো হচ্ছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
এসএ/দীপ্ত নিউজ