বুধবার, জানুয়ারি ২১, ২০২৬
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

আট জেলায় চালু হলো ই-বেইলবন্ড ‌‌

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিচার প্রক্রিয়ার ভোগান্তি কমাতে ৮ জেলায় প্রচলিত বেইলবন্ড (জামিন নামা) ব্যবস্থার পরিবর্তে ই-বেইলবন্ড (ডিজিটাল জামিন নামা চালু হলো।

বিচার প্রক্রিয়ার ভোগান্তি কমাতে ৮ জেলায় প্রচলিত বেইলবন্ড (জামিন নামা) ব্যবস্থার পরিবর্তে ইবেইলবন্ড (ডিজিটাল জামিন নামা) চালু হলো।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম মিটিংএ্যাপে একযোগে ৮ জেলায় ইবেইলবন্ড উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আট জেলা হলো মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলা।

আইন উপদেষ্টা বলেন, ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে ইবেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করা হয়। এটি শতভাগ সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এই সফলতার ভিত্তিতে আমরা সফটওয়্যারটিকে আরও উন্নত করেছি। আজকে আরও ৮টি জেলায় ইবেইলবন্ড উদ্বোধন করা হলো।

তিনি বলেন, আগে দশ থেকে বারো ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ এবং ভোগান্তি হতো। তাছাড়া এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে। ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘয়িত করতে পারবে না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More