সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানকে নিয়ে বিষপানের পর বেঁচে আছেন মা যমুনা আক্তার (২৭)। বিষক্রিয়ায় হাসপাতালে নেয়ার পূর্বেই মারা যায় শিশু সন্তান তানজিদ, সাকিবা ও সাহেদের।
তবে বেঁচে গিয়ে ফেঁসে গিয়েছেন ৩ সন্তানের জননী যমুনা। পুলিশ বলছে যমুনা বেঁচে যান তাহলে তিন শিশু হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হবে। শিশুদের পিতা হবেন মামলার বাদী।
যদি চিকিৎসাধীন অবস্থায় যমুনা মারা যান তাহলে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে যমুনাকে হাসপাতালে পুলিশ পাহাড়ায় রাখা হয়েছে। সুস্থ হবার সাথে সাথে ৩ সন্তানকে হত্যা মামলায় গ্রেপ্তার হবেন তিনি।
যমুনার ভাই রিজওয়ান জানান, গতকালকে থেকে শারীরিক অবস্থা উন্নতির দিকে হলেও আজকে বিকেল থেকে আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আগের মতো পেটে জ্বালাপোড়া নেই কিছুটা শ্বাসকষ্ট আছে।
জামালগঞ্জ থানার ওসি দীলিপ কুমার দাস বলেন, ঘটনার পর মায়ের অবস্থা আশঙ্কাজনক থাকায় আমরা তার স্বামীকে হেফাজতে নেই। আমরা চিকিৎসাধীন যমুনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি।
ওসি আরও বলেন, যেহেতু তিনি নিজে সন্তানদের বিষ খাইয়ে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন তাই বেঁচে গেলে তিনি আসামী আর মারা গেলে তার স্বামী।
এসএ/দীপ্ত নিউজ