গ্যাস পাইপ লাইনে জরুরী প্রতিস্থাপন ও অপসারণের কাজের জন্য বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১২ টা থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (৭ জুন) ঝবিকেলে জরুরি গ্যাস শাট–ডাউন বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড সাভার শাখার প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরী প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে রাত ০৮ টা পর্যন্ত ৮ ঘন্টা ঢাকা–আরিচা মহাসড়কের উভয় পার্শ্বে কম প্রেসার ও উচ্চ প্রেসারের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করলেও মানিকগঞ্জের দিকে গ্যাসের প্রেসার বৃদ্ধি পাবে।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড সাভার শাখার প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন জানায়, বৃহস্পতিবার ১২ টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের ব্যাংক টাউনে সংযোগ প্রতিস্থাপনসহ চারটি পয়েন্টে সার্ভিস লাইনের কাজ চলার কারণে ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এম এ হালিম/আফ/দীপ্ত নিউজ