রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থিয়েটার–মিডিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’। আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ আয়োজন।
থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হবে বাছাইকৃত ২০টির বেশি মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রগুলোর মাধ্যমে ফুটে উঠবে দেশপ্রেম, মানবতাবোধ, জুলাই আন্দোলনের চেতনা, মব জাস্টিস, নতুন প্রজন্মের ভাবনাসহ সম–সাময়িক নানা সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা।
আয়োজকরা জানান, অর্ধশতাধিক সিনেমার মধ্য থেকে বাছাই করা হয়েছে প্রদর্শনের জন্য নির্বাচিত সিনেমাগুলো। এর মধ্য থেকে ৫টি সেরা চলচ্চিত্রকে দেওয়া হবে পুরস্কার।
পুরস্কার দেবেন কলেজের অধ্যক্ষ কর্নেল ইমরুল কায়েস (অব.)।
প্রদর্শনীর জন্য মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— অজ্ঞাত, হেলিকপ্টার, ইউরিক এসিড, বিশ্বাস, ট্রু অর নাইটমেয়ার, দ্য বয় ইন দ্য টর্ন সুজ, জুলাইয়ের চিঠি, পথ, প্যাসেঞ্জার, ইন্টারোগেশন, ঘোর, পুরান পুতুল, দ্য বন্ড, বেবি গেইম, ওয়ানস আপ অন অ্যা টাইম ইন জুলাই, জয়েনিং লেটার, দ্য বার্ড, দ্য ফ্ল্যাগ এবং ম্যাজিক রিমোর্ট ।
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণ নির্মাতাদের সৃজনশীল কাজকে দর্শকদের সামনে তুলে ধরা এবং রুচিশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সহযোগিতা করছে রেইন–ফরেস্ট মিডিয়া এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে নিউজ এক্সপ্রেস। চলচ্চিত্রপ্রেমী ও সাধারণ দর্শকদের জন্য উৎসবটি থাকবে উন্মুক্ত।