দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে সরকার নির্বাহী আদেশে ১০ অক্টোবর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ঘোষণা অনুযায়ী, দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান ওই দিন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারার অধীনে এই নির্দেশনা জারি করা হয়েছে।
এ নির্দেশনা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে, ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংক জানায়, ১০ অক্টোবর দেশের সব তফসিলি ব্যাংকও বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো সার্বক্ষণিক খোলা রাখার জন্য ২০১৯ সালের ডিওএস সার্কুলার লেটার নং–২৪ এর নির্দেশনা অনুসরণ করা হবে।