আগামী তিনদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, দেশের কিছু স্থানে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে রূপ নিয়ে অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গে। আজকে সারারাত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে কাল থেকে কমবে বৃষ্টি সাথে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পরের দিন মঙ্গলবার তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি ও বাতাসের তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে, যা রেকর্ড করা হয়েছে ২২৩ মিলিমিটার। রাজধানী ঢাকায়ও গতকাল শনিবার রাত থেকে টানা বৃষ্টি চলছে, যা এখনও অব্যাহত রয়েছে।
আবহাওয়ার এ পূর্বাভাসের প্রেক্ষিতে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। অতি বর্ষণের কারণে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা এবং বন্যার সম্ভাবনা তৈরি হতে পারে। প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এমবি/দীপ্ত সংবাদ