আজ ৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি দিন।
ঐতিহাসিক দিবস উদযাপনে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের ভিড় জমতে থাকে। কিন্তু এই জনসমাবেশে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। অনুষ্ঠানটি সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয়েছে।
যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে, তখন অনেকে গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউবা আবার ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজছেন বৃষ্টিতে।
পুরান ঢাকা থেকে আসা রাকিবুল ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র শোনার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। ছাত্র–জনতার আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। এই দিনকে স্মরণ করতে আমাদের এই অংশগ্রহণ।
সাভার থেকে আসা রিয়াজুল বাশার বলেন, ৩৬ জুলাই অবিরাম আন্দোলনে স্বৈরাচার হাসিনা পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আজ সেই ইতিহাসের দিন।
মগবাজার এলাকা থেকে আসা এক তরুণ বলেন, বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছর জুলাই আমরা যে লড়াই শুরু করেছিলাম, এই লড়াই বৃষ্টি নয়, বুলেট ঝরলেও চলবে।
ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, জুলাই জাগরণ আমাদের আত্মার লড়াই। এ লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাব না, যতক্ষণ না সনদ বাস্তবায়ন হয়।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তেজগাঁও বিভাগ উপ–পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশে ইউনিফর্ম ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএ