ভারি বর্ষণের কবলে অন্যরকম এক রাত কাটিয়েছে ঢাকাবাসি। সেই বৃষ্টির মধ্যে মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুরে কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মৃত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। মরদেহগুলো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি শিশুকে পানি থেকে তোলা হচ্ছে। এছাড়া অন্য এক জায়গায় ৩ জন পড়ে আছে।
মৃতরা হলেন: মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা (২৫) এবং তাদের মেয়ে লিমা (৭)। এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ অনিক (২০) নামে আরেক তরুণের মৃত্যু হয়েছে।
এ ছাড়া এই দম্পতির ছয় মাস বয়সী ছেলে হোসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ধানমন্ডি, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। রাত বাড়লেও সড়কে যানজট কমেনি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরেফেরা মানুষ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ