রাজধানীর আকাশে যেন কালো মেঘের ঘনঘটা। টানা বৃষ্টিতে নাজেহাল রাজধানীবাসী। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস।
সক্রিয় মৌসুমী বায়ুর কারণেই এমন টানা ও ভারী বৃষ্টি হচ্ছে বলেও অধিদপ্তর থেকে জানানো হয়।
শুক্রবার (৬ অক্টোবর) সারাদিনেও দেখা মেলেনি সূর্যের। দুপুরে গড়াতেই শহরজুড়ে নেমে আসে মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টির কারণে সবচেয়ে বিপাকে সাধারণ শ্রমজীবীরা। অনেকে আবার বৃষ্টির প্রস্তুতি নিয়েই বাসা থেকে বের হচ্ছেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সর্বোচ্চ বৃষ্টি হয় ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৬৫, রাজশাহীতে ৮১, ও চট্টগ্রামে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এসএ/দীপ্ত নিউজ