তিন দফা দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এর ফলে রাজধানী ব্যস্ততম এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীরা “চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর”, “ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড”, “কোটা না মেধা, মেধা মেধা” ইত্যাদি স্লোগান দেন।
দাবিগুলো হলো—
১. নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।
২. ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, ৩ দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছেন। এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। আইন–শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ মাঠে আছে।
এর আগে, সোমবার (২৫ আগস্ট) নেসকো কার্যালয়ে বুয়েট ইইই বিভাগের ১৭ ব্যাচ শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন‘কে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় প্রকৌশল শিক্ষার্থীরা।
এসএ