রাজধানীর মগবাজার এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামকীকাল (২৮ ফেব্রুয়ারি) ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এছাড়া আরেক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাঁচ ঘণ্টা পূর্ব জুরাইন, পোস্তগোলা, কদমতলী, ক্যান্টনমেন্ট, যাত্রাবাড়ী, মুরাদপুর, হাইস্কুল রোড, মাদরাসা রোড, কেরানীগঞ্জ, জিনজিরা এলাকায় সবশ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।
এজে/ আল / দীপ্ত সংবাদ