৩৩
মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম বুধবার (২৮ মে) কারাগার থেকে মুক্তি পাবেন।
মঙ্গলবার (২৭ মে) এ তথ্য জানিয়েছেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, ইনশাআল্লাহ, আশা করি আগামীকাল সকালে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে পাওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করে।
এসএ