সিরিজ হার এড়ানোর লক্ষ্যে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বুধবার (২০ ডিসেম্বর) নেলসনের মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
নেলসনের এই মাঠে সুখস্মৃতি আছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটে একটি মাত্র জয় এসেছে এই মাঠে। প্রতিপক্ষ ছিলো স্কটল্যান্ড।
২০১৫ বিশ্বকাপের সে ম্যাচের দুজন সদস্য আছেন এবারের দলে। এছাড়া ২০১৫ ও ১৭–তে খেলার সুবাদে নেলসনের আবহাওয়া ও উইকেট সম্পর্কে যে ধারণা আছে, তা কাজে লাগাতে চান হেডকোচ।
চন্ডিকা হাথুরুসিংহে বলেন, আগেও এখানে কয়েকটি মাচ খেলেছি। এখানকার উইকেটে বেশ রান হয়। আবহাওয়াও আমাদের জন্য অনুকূল। তাই সিরিজে ঘুরে দাঁড়ানো সম্ভব বলেই মনে হচ্ছে।
ডানেডিনে প্রথম ম্যাচে তিন বিভাগেই ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তাই ব্যাটিং দুর্বলতা কাটানোই এখন লক্ষ্য কোচের।
হেড কোচ জানান, রিশাদের মত একজন স্পিনার খেলাতে পারা নিঃসন্দেহে দলের জন্য দারুণ উপকারী। কিন্তু এই মুহূর্তে আমরা ব্যাটিংয়ের শক্তি বাড়ানোকেই বেশি জরুরি মনে করছি।
তিনি আরও জানান, দলের অন্যতম দুর্বলতা অলরাউন্ড সাকিবের ওপর নির্ভরতা। যা কাটানোর চেষ্টা চলছে।
এসএ/দীপ্ত নিউজ