বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘সাংগ্রাই‘ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘বুদ্ধমূর্তি স্নান‘।
সোমবার (১৪ এপ্রিল) শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে প্রধান প্রধান মূর্তিগুলোকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয় সাঙ্গু নদীর তীরে।
জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো বৌদ্ধ ধর্মের অনুসারীরা শোভাযাত্রায় অংশ নেন। আগত অনুসারীদের অংশগ্রহণে প্রথমে সমাবেত প্রার্থনা করা হয়। পরে ধর্মের রীতি অনুযায়ী মূর্তিগুলোকে উঁচু স্থানে বসিয়ে চন্দন মিশ্রিত পানিতে স্নান করানো হয়। স্নান শেষে মূর্তিগুলোকে মাথায় চেপে আবারও বিহারে নিয়ে আসা হয়।
মারমা সম্প্রদায়ে বর্ষবরণ উৎসবের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা ‘বুদ্ধমূর্তি স্নান‘। এর মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।
উল্লেখ্য, নতুন বছরের শুরুতে ‘বুদ্ধমূর্তি স্নান‘ করানোর রীতি প্রায় আড়াই হাজার বছর আগের। ‘বুদ্ধমূর্তি স্নান‘কে কেন্দ্র করে সাঙ্গু নদীর তীর বিভিন্ন শ্রেণীর হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়।
ক্যমুই অং মারমা/এসএ