মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে গুচ্ছগ্রাম এলাকা থেকে ২৮ হাজার ইউএস ডলার ফেলে পালিয়েছে পাচারকারী। এ সময় একটি ব্যাগ থেকে ডলার গুলো আটক করে বুড়িপোতা বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে এসব ডলার উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, মেহেরপুর বুড়িপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে গুচ্ছগ্রাম সীমান্ত এলাকার অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তি বিজিবি উপস্থিতি টের পেয়ে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২৮ হাজার ইউ এস ডলার ও একটি পুরাতন লোহার বটি এবং দুটি পুরাতন কাচি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
তিনি আরও বলেন উদ্ধারকৃত, ইউএস ডলার গুলো সদর থানায় মামলা দায়ের করে ট্রেজারের মাধ্যমে আদালতে হস্তান্তর করা হয়েছে।
জাকির হোসেন/পূর্ণিমা/দীপ্ত নিউজ