বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর ১৭ দফা ইশতেহার ঘোষণা, শ্রমিকবান্ধব শিল্পনগরী গড়ে তোলার প্রতিশ্রুতি আওয়ামীলীগ প্রার্থীর,বৃষ্টি উপেক্ষা করে অন্যান্য প্রার্থীদের প্রচারণা অব্যাহত।
শ্রমিক বান্ধব শিল্প নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ।শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার ফান্ড তৈরি সহ শ্রমিক বান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। দুপুরে নগরীর বাজার রোডে একটি শিল্প কারখানায় শ্রমিক কর্মচারীদের সঙ্গে গণসংযোগ কালে এ সকল প্রতিশ্রুতি দেন তিনি।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলনের প্রার্থী। দলটির হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিম দুপুর ১২ টায় নগরের একটি রেস্তোরায় এই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে খাদ্য ভেজাল,ভিক্ষুক মুক্ত নগরী,হোল্ডিং ট্যাক্স ও সকল ধরনের নিবন্ধন ফি সহনীয় পর্যায়ে রাখা, টেকসই সড়ক নির্মাণসহ বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সময়ে বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনয় করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস, পরে তিনি প্রেসক্লাব এলাকায় জনসংযোগকালে উৎপাদন মুখী শিল্প নগরী গড়ে তোলার অঙ্গীকার করেন।
ভোর থেকে বৃষ্টি উপেক্ষা করে নগরীর সর্বত্র প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে মেয়র কাউন্সিলর প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা।
মর্তুজা জুয়েল/ আল/দীপ্ত সংবাদ