বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

বিসিসি নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর ৩৫ দফা ইশতেহার ঘোষনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত ৩৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। বুধবার (৭ জুন) বেলা ১২টায় নগরীর বগুড়া রোডের ক্রাউন কনভেনশন হলে আড়ম্বরপূর্ন অনুষ্ঠানে খোকন সেরনিয়াবাত ইশতেহারপত্র ঘোষনা করেন।

নির্বাচিত হলে মহাপরিকল্পনার মাধ্যমে জনবান্ধব নগরী বিনির্মান, অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স পুনমূল্যায়ন করে কর ব্যবস্থায় শৃঙ্খলা আনায়ন সহ ট্রেড লাইসেন্স সহজীকরন করে অনলাইন সেবা চালু, বাড়ির প্লান অনুমোদন সহজীকরন ও ভীতিমুক্ত করা, খালগুলো খননে বিশেষ উদ্যোগ গ্রহন, বর্ধিত এলাকায় রাস্তাঘাট নির্মান, বিশুদ্ধ পানি ও বিদ্যুত সরবরাহ, ‘জনতার মখোমুখি মেয়র’ শীর্ষক নিয়মিত মতবিনিময়, সিটি করেেপারেশন দুর্নীতিমুক্ত করা, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করে অসাম্প্রদায়িক নগরী প্রতিষ্ঠা, তরুনদের জন্য আইটি নগরী প্রতিষ্ঠা সহ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃস্টি, ইউএনডিপি’র অর্থায়নে পুনরায় সিডিসি কার্যক্রম চালু, শিশু বিকাশের জন্য বিনোদন কেন্দ্র ও পার্ক নির্মান এবং বরিশালকে শিল্প বানিজ্য ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সহ ৩৫টি ইশতেহার (প্রতিশ্রুতি) ঘোষনা করেন নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।

তবে নগরীর কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মান এবং নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মানের কোন পরিকল্পনার কথা বলেননি তিনি। দায়িত্ব পেলে বিগত মেয়রদের মতো উন্নয়ন কাজের পার্সেন্টেজ আদায় করবেন কিনা এবং সিটি করপোরেশনে প্রকাশ্য ঘুষদুর্নীতি রোধে কি পদক্ষেপ নেবেনসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খোকন সেরনিয়াবাত বলেন, আমি ব্যক্তিগতভাবে দুর্নীতি মুক্ত। আইকম চাইবো না সিটি করপোরেশনে দুর্নীতি হোক। দুর্নীতি রোধে সর্বাত্মক প্রচেস্টা চালানোর প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহার ঘোষনা অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং ১৪ দলের শরীক দলের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস আজ সকালে ২২, ২৩, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডে গনসংযোগ করেন।

এ সময় বিদ্যুতের লোডশেডিং এর কঠোর সমালোচনা করে তাপস সাংবাদিকদের বলেন, সরকারের বিশেষ দুটি সংস্থা নৌকা প্রার্থীর পক্ষে প্রচারনা চালাচ্ছে। তারা আওয়ামী লীগ প্রার্থীকে যে কোনভাবে বিজয়ী করার ছক করেছে। মানুষ সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত। নির্বাচন কমিশন এসব অপতৎপরতা বন্ধ না করলে জনগন সমুচিত জবাব দেবে।

সকালে নগরীর বাকলার মোড় এলাকায় গনসংযোগ করেন ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

গনসংযোগকালে মুফতি ফয়জুল সাংবাদিকদের বলেন বলেন, জনগনের ব্যাপক সারা পাচ্ছেন তিনি। সরকার যদি গোপন ও প্রকাশ্য শক্তি ব্যবহার না করে, জনগন যদি ভোট দিতে পারে তাহলে হাতপাখা বিপুল ভোটে বিজয়ী হবে। তিনি বলেন, আওয়াম লীগ প্রার্থী বলছে গত সাড়ে ৪ বছরে উন্নয়ন হয়নি। উনিও তো আওয়ামী লীগের প্রার্থী। উনি যে উন্নয়ন করবেন তার গ্যারান্ট্রি কি ?

এদিকে জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু আজ স্টেডিয়াম কলোনী এবং দুই স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার ও মো. আসাদুজ্জামান বিভিন্ন স্থানে প্রচারনা চালিয়েছেন।

বরিশাল নগরীর ১২৬টি কেন্দ্রে এবার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন।

 

মর্তুজা জুয়েল/ আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More