বরিশাল সিটি নির্বাচনে অর্ধেকের বেশি সংখ্যক নারী ভোটার, ভোট পেতে প্রচারণায় প্রার্থীদের স্ত্রীরা। নারী ও শিশু বান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি।
বরিশাল নগরীর অর্ধেকের বেশি ভোটার নারী। কিন্তু সিটি কর্পোরেশনের সুযোগ–সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে নারীরা অনেক পিছিয়ে রয়েছে।এজন্য নারী ভোটারদের নিয়ে পৃথক প্রচারণা ও প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নারী ভোটারদের আস্থা অর্জন করায় তাদের কাছে ছুটছেন প্রার্থীদের স্ত্রীরা।
নির্বাচনী প্রচারণার প্রথম থেকে আলোচনায় আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর পত্নী লুনা আবদুল্লাহ। নাগরের প্রতিটি উঠান বৈঠকে নারীদের সঙ্গে মতবিনিময় করে সারা ফেলেছেন তিনি। নারী ও শিশুদের নিয়ে বিশেষ প্রতিশ্রুতি ব্যক্ত করছেন ভোটারদের মাঝে।
একইভাবে নারী ভোটারদের নিকট প্রচারণা করছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের স্ত্রী ইসমত আরা ইকবাল। ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের সমর্থনে নারীরা প্রচার প্রচারণা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা।
মহানগরীর ৩০ টি ওয়ার্ডে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৯৮ জন নারী ভোটার রয়েছে।
মর্তুজা জুয়েল/ আল/ দীপ্ত সংবাদ