বহিষ্কারের চাপ নিয়ে সিটি নির্বাচনে বিএনপি‘র ২০ প্রার্থী, ভোটারদের চাপে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেছেন বলে দাবি অংশগ্রহণকারীদের।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন ২০ নেতাকর্মী। যে সব বিএনপি নেতারা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে তিনজন নগর বিএনপির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক। চারজন একই কমিটির সদস্য। অপর ১৩ জন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা।
নির্বাচনের অংশ নেওয়া বিএনপি নেতৃবৃন্দের মধ্যে একমাত্র মেয়র প্রার্থী কামরুল আহসান। বাকিরা কাউন্সিলর প্রার্থী। নির্বাচনে অংশ নেওয়া নগর বিএনপর তিন যুগ্ম আহ্বায়ক হচ্ছেন ৬ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডে মো. হারুন অর রশিদ ও ১৯ নম্বর ওয়ার্ডে শাহ মো. আমিনুল ইসলাম।
নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা হচ্ছেন ৮ নম্বর ওয়ার্ডে সেলিম হাওলাদার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে জাহানারা বেগম, ৮ নম্বর ওয়ার্ডে সেলিনা বেগম এবং ১০ নম্বর ওয়ার্ড থেকে রাশিদা পারভীন। দলীয় পদধারী অন্য নেতারা হচ্ছেন ১৮ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, কাজী মোহাম্মদ শাহীন ও ছাত্রদলের জেলার সাবেক যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জোবায়ের আবদুল্লাহ সাদি।
পদ না থাকলেও সাবেক নেতাদের মধ্যে আছেন ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে ফারুক, ১৫ নম্বর ওয়ার্ডের মো. সিদ্দিকুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডের জেসমিন সামাদ, ২৪ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহম্মেদ, ২৬ নম্বর ওয়ার্ডে ফরিদ উদ্দিন হাওলাদার, ২৮ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির ও ৩০ নম্বর ওয়ার্ডের খায়রুল মামুন।
বহিষ্কারের সুপারিশ করা হলেও তা বাস্তবায়ন হবে না এমন আশাবাদ মেয়র প্রার্থী রুপনের। এলাকার ভোটারদের অনুরোধে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেছেন বলে জানান বিএনপি‘র পদধারী কাউন্সিলর প্রার্থীরা।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নিয়েছে, হাই কমান্ড তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। দলটির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এমন দাবি মহানগর নেতৃবৃন্দের।
বিএনপি প্রার্থীদের ভোটে অংশ নেওয়া এবং না নেওয়া উভয়ই রাজনৈতিক কৌশল, কেন্দ্রীয় সিদ্ধান্তের চেয়েও অনেক সময় স্থানীয় ইস্যু বেশি গুরুত্ব বহন করে, ফলে প্রার্থীরা ভোটে অংশ নিয়েছে।
আল/দীপ্ত সংবাদ