আজ শনিবার (৩ মে), বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং–স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব’।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৩ সালে ৩ মে–কে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস‘ হিসেবে ঘোষণা করে।
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস‘ উপলক্ষে প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স, ২০২৫ –এ ১৮০ দেশের মধ্যে ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৪৯তম। ২০২৪ সালে মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রতিবেদন অনুযায়ী, এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১। যা গত বছর (২০২৪ সালে) ছিল ২৭ দশমিক ৬৪।
দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম‘ সূচকে ১ বছরে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অতি শিগগির বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস‘ উপলক্ষে ইউনেসকো ঢাকা অফিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
‘ব্রেভ নিউ বাংলাদেশ রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ফ্রিডম’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ।
এসএ