দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ কাজী ফার্মস লিমিটেড বিশ্ব ডিম দিবস ২০২৩ এ বিনামূল্যে ডিম বিতরন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিভাগীয় শহর সিলেটে কাজী ফার্মস এর উদ্যোগে সিলেট নগরের পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় গরিব অসহায় ছাত্রদের মধ্যে পাঁচ হাজার ডিম বিতরণ করা হয়।
নগরের কাজীর বাজার জামেয়া মাদানিয়া ইসলামিয়া, খাসদবীর দারুস সালাম মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া আবু সিদ্দিক মাদ্রসা, আল জামিয়াতুল ইসলাম দারুল উলুম মাদ্রসা ও হজ্রত উসমান ইবনে উফফান মাদ্রাসায় অসহায় ও এতিম শিশুদের মধ্যে আমিষের চাহিদা পুরনে ডিম বিতরণ কালে বক্তারা বলেন ‘ডিমের আমিষ অত্যন্ত উচ্চমানের। এই আমিষ আমাদের মস্তিষ্ক আর পেশি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। ডিম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়ার সঙ্গে সঙ্গে মানসিক স্থিরতা বাড়ায়।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী ফার্মস সিলেটের ডেপুটি ম্যানেজার সেলস মো. আসলাম হুসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার মিজানুর রহমান আখতারুজ্জামান সহ প্রতিষ্ঠানের অন্যান্যরা।
এ দিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা বলছেন কাজী ফার্মস প্রতিবছর বিশ্ব ডিম দিবসে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
শুধু ডিম দিবস নয় কাজী ফার্মস এর এমন উদ্যোগ সারা বছর অব্যাহত থাকুক এমন প্রত্যাশাই শিক্ষক – শিক্ষার্থী সকলের ।
সৈয়দ সাইমূম আনজুম ইভান/পূর্ণিমা/দীপ্ত নিউজ