তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে টঙ্গীর তূরাগ তীরে চলছে লাখো মুসল্লির উদ্দেশ্যে চলছে পবিত্র কোরআন–হাদিসের আলোকে বয়ান আর তসবিহ জিকির আজকার।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর শুরু হয় এই বয়ান। বয়ান শুরু করেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ, যা বাংলা তরজমা করেন মুফতি ওসামা ইসলাম।
সকাল ১০টা থেকে তালিমে হালকা মোয়াল্লেমদের মাঝে বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুল আজিম। আর জোহরের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ যা বাংলা তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ।
দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার সকাল পর্যন্ত জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ বিশ্বের ৫৪টিরও অধিক দেশ থেকে প্রায় প্রায় সাড়ে ছয় হাজার বিদেশি মুসল্লি আসেন। ভাষাভাষি ও মহাদেশ অনুসারে ময়দানে ৪ তাবুতে রয়েছেন মেহমানরা। এর মধ্যে রয়েছে ইংরেজি খিমা, উর্দু খিমা, আরবি খিমা ও বাংলা খিমা।
আরও পড়ুন: দ্বিতীয় পর্বের ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু
ইজতেমায় আগত দেশী ও বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র্যাবের বিপুল সংখ্যক সদস্য কাজ করছেন। পাশাপাশি রয়েছে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগ।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটে। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্দলভি সমর্থক মুসুল্লিরা। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটবেএবারের বিশ্ব ইজতেমার।
জাহাঙ্গীর/এসএ/দীপ্ত নিউজ