বিদেশ ভ্রমণে পাসপোর্ট ও ভিসা লাগে। তবে কিছু দেশের পাসপোর্ট এতটাই শক্তিশালী যে আগাম ভিসা ছাড়াই সেসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের বেশির ভাগ দেশ আর অঞ্চলে ভ্রমণে যেতে পারেন।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স‘ প্রকাশিত ২০২৫ সালের শক্তিশালী পাসপোর্টের সূচক থেকে শক্তিশালী ১০টি পাসপোর্ট নিয়ে এ লেখা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গত ১৮ জুলাই সূচকটি প্রকাশ করা হয়েছে।
১. সিঙ্গাপুর–
‘হেনলি অ্যান্ড পার্টনার্স‘ প্রকাশিত সূচকে ২০২৫ সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশ এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। সিঙ্গাপুর পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের ১৯৩টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন।
আফগানিস্তান, আলজেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ভুটান, ইরিত্রিয়া, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ইরাক, লিবিয়া, মালি, নাউরু, নাইজার, সুদান, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান, ভেনিজুয়েলা, ইয়েমেন, উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ও অঞ্চলে ভ্রমণ করার ক্ষেত্রে সিঙ্গাপুর পাসপোর্টধারীদের আগে থেকে ভিসা করতে হয়।
২. জাপান–
শক্তিশালী পাসপোর্ট দেশগুলোর তালিকায় ২০২৫ সালে জাপান দ্বিতীয় অবস্থানে রয়েছে। জাপানি পাসপোর্টধারীরা ১৯০টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
তবেতারা আফগানিস্তান, আলজেরিয়া, চাদ, আইভরি কোস্ট, সুদান, ভুটান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, লিবিয়া, ঘানা, মালি, ইয়েমেন, উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ও অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে আগে থেকে ভিসা করতে হয়।
৩. দক্ষিণ কোরিয়া–
‘হেনলি অ্যান্ড পার্টনার্স‘ প্রকাশিত সূচকে ২০২৫ সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে জাপানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। দেশটি ২০২১ সালের পর থেকে এ সূচকে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। এর আগে ২০২০ সালে সূচকে দেশটির অবস্থান ছিল তৃতীয়।
দক্ষিণ কোরিয়া পাসপোর্টধারীরাও ১৯০টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তবে, আফগানিস্তান, আলজেরিয়া, চাদ, আইভরি কোস্ট, ভুটান, ইরিত্রিয়া, ঘানা, লিবিয়া, মালি, উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ও অঞ্চলে ভ্রমণ করার ক্ষেত্রে আগে থেকে ভিসা করতে হয়।
৪. ডেনমার্ক–
সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। গত বছর সূচকেও দেশটি তৃতীয় অবস্থানে ছিল। আর ২০২৩ সালে পঞ্চম ও ২০২২ সালে চতুর্থ অবস্থানে ছিল ডেনমার্ক। ডেনমার্ক পাসপোর্টধারীরা ১৮৯টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
তবে, আফগানিস্তান, আলজেরিয়া, চাদ, আইভরি কোস্ট, ভুটান, ইরিত্রিয়া, ঘানা, লিবিয়া, মালি, উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ও অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে ভিসামুক্ত সুবিধা পান না।
৫. ফিনল্যান্ড–
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে ফিনল্যান্ড‘ও তৃতীয় অবস্থানে রয়েছে। তবে গত বছর দেশটি দ্বিতীয় অবস্থানে ছিল। ফিনল্যান্ড পাসপোর্টধারীরা ১৮৯টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
কিন্তু, আফগানিস্তান, আলজেরিয়া, চাদ, আইভরি কোস্ট, ভুটান, ইরিত্রিয়া, ঘানা, লিবিয়া, মালি, নাউরু, নাইজার, উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ও অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে ফিনল্যান্ড পাসপোর্টধারীরা ভিসামুক্ত সুবিধা পান না।
৬. ফ্রান্স–
শক্তিশালী পাসপোর্ট সূচকে তৃতীয় অবস্থানে থাকা আরেকটি দেশ হচ্ছে ফ্রান্স। ফ্রান্স পাসপোর্টধারীদের আগাম ভিসা ছাড়া বিশ্বের ১৮৯টি দেশ ও অঞ্চলে ভ্রমণের সুযোগ রয়েছে।
তবে, আফগানিস্তান, আলজেরিয়া, আইভরি কোস্ট, চাদ, ভুটান, ইরিত্রিয়া, ঘানা, লাইবেরিয়া, লিবিয়া, মালি, নাইজার, সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন, উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ও অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে ফ্রান্স পাসপোর্টধারীদের আগে থেকে ভিসা করতে হয়।
৭. জার্মানি–
জার্মান পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ১৮৯টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। ‘হেনলি অ্যান্ড পার্টনার্স‘ প্রকাশিত সূচকে জার্মানিও তৃতীয় অবস্থানে রয়েছে।
তবে, জার্মানির পাসপোর্টধারী ব্যাক্তিদের আফগানিস্তান, আলজেরিয়া, আইভরি কোস্ট, চাদ, ভুটান, ইরিত্রিয়া, ঘানা, লাইবেরিয়া, লিবিয়া, মালি, নাইজার, নাউরু, সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন, উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ও অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে আগে থেকে ভিসা করতে হয়।
৮. আয়ারল্যান্ড–
আয়ারল্যান্ড পাসপোর্টধারী ব্যাক্তি এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ১৮৯টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। শক্তিশালী পাসপোর্ট সূচকে এ দেশ তৃতীয় অবস্থানের কাতারে রয়েছে। গত বছরও দেশটি সূচকে তৃতীয় অবস্থানে ছিল। ২০২৩ ও ২০২২ সালে সূচকে আয়ারল্যান্ডের অবস্থান ছিল যথাক্রমে ষষ্ঠ ও পঞ্চম।
কিন্তু, আফগানিস্তান, আলজেরিয়া, চাদ, ভুটান, ইরিত্রিয়া, ঘানা, লিবিয়া, মালি, নাউরু, লাইবেরিয়া, আইভরি কোস্ট, সুদান, ইয়েমেন, দক্ষিণ সুদান, উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ও অঞ্চলে ভ্রমণ করার ক্ষেত্রে আয়ারল্যান্ড পাসপোর্টধারীদের আগে থেকে ভিসা করতে হয়।
৯. ইতালি–
২০২৫ সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকায় তৃতীয় অবস্থানে আছে ইতালি। তবে গত বছর দেশটি সূচকে শীর্ষ অবস্থানে ছিল। ইতালি পাসপোর্টধারীদের আগাম ভিসা ছাড়া বিশ্বের ১৮৯টি দেশ ও অঞ্চলে ভ্রমণের সুযোগ রয়েছে।
কিন্তু, ইতালির পাসপোর্টধারী ব্যক্তিরা আফগানিস্তান, আলজেরিয়া, চাদ, ভুটান, ইরিত্রিয়া, ঘানা, লিবিয়া, নাউরু, নাইজার, মালি, লাইবেরিয়া, আইভরি কোস্ট, সুদান, ইয়েমেন, দক্ষিণ সুদান, উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ও অঞ্চলে ভ্রমণ করার ক্ষেত্রে আগে থেকে ভিসা করতে হয়।
১০. স্পেন–
স্পেন পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ১৮৯টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। ‘হেনলি অ্যান্ড পার্টনার্স‘ প্রকাশিত শক্তিশালী পাসপোর্ট সূচকে স্পেনও তৃতীয় অবস্থানে রয়েছে।
তবে, আফগানিস্তান, আলজেরিয়া, চাদ, ভুটান, ইরিত্রিয়া, ঘানা, লিবিয়া, নাউরু, নাইজার, মালি, লাইবেরিয়া, আইভরি কোস্ট, সুদান, ইয়েমেন, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান, উত্তর কোরিয়াসহ কয়েকটি দেশ ও অঞ্চলে ভ্রমণ করার ক্ষেত্রে স্পেন পাসপোর্টধারীরা ভিসামুক্ত সুবিধা পান না।
তথ্যসূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স ওয়েবসাইট
এসএ