বিশ্বের সবচেয়ে বড় কোরআন গ্রন্থ লেখার দাবি করেছেন সাতক্ষীরার হাবিবুর রহমান। এর দৈর্ঘ্য ৩৩৫ সেন্টিমিটার এবং প্রস্থ ২৬৪ সেন্টিমিটার।
এই কোরআন গ্রন্থটির দৈর্ঘ্য ৩৩৫ সেন্টিমিটার এবং প্রস্থ ২৬৪ সেন্টিমিটার। তিন হাজার চারশো আটটি আর্ট পেপার জোড়া দিয়ে তৈরি ১৪২ পাতার কোরআন গ্রন্থটির ওজন ৪০৫ কেজি। লাল, নীল, সবুজ ও কালো রঙের চারটি কলাম এটির শোভা বাড়িয়েছে। কোরআন গ্রন্থটি লিখতে ব্যবহার করা হয়েছে ৬৬০টি কলম। সময় লেগেছে ৬ বছর ৮ মাস।
বৃহত আকারের কোরআন গ্রন্থ লিখতে সাতক্ষীরার পলাশপোলের হাবিবুর রহমানকে সহায়তা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম। হাবিবুরের এ উদ্যোগের প্রশংসার পাশাপাশি কোরআন গ্রন্থটি দেখতে ভিড় করছেন অনেকে। এটি বিশ্বের বৃহত্তম কোরআন গ্রন্থ কিনা, তা প্রমাণের উদ্যোগ নিলে সহায়তা দেবে স্থানীয় প্রশাসন।
আরব নিউজের তথ্যমতে, ২০২০ সালে দুবাইতে কুরআন শরীফ প্রতিযোগিতায় অংশ নেয়া সবচেয়ে বড় কুরআন গ্রন্থের দৈর্ঘ্য ছিলো ২৫৯ সেন্টিমিটার ও প্রস্থ ১৫৮ সেন্টিমিটার।