রবিবার, নভেম্বর ২, ২০২৫
রবিবার, নভেম্বর ২, ২০২৫

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রতি বছরের মতো ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’। দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ (The Muslim 500) শিরোনামের এই তালিকায় এবছর স্থান পেয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

প্রকাশিত তালিকা অনুযায়ী, . মুহাম্মদ ইউনুস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন। তালিকায় তাকে Interim Prime Minister of Bangladesh (বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী) হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বছর তালিকার শীর্ষে রয়েছেন কাতার আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তান প্রখ্যাত মুফতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।

শীর্ষ ১০ তালিকায় এরপরই যথাক্রমে রয়েছেন ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি (৪র্থ), জর্ডান বাদশাহ এইচএম আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আলহুসেইন (৫ম), আলআজহার বিশ্ববিদ্যালয় গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আলতায়্যিব (৬ষ্ঠ), তুরস্ক রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান (৭ম), সৌদি আরব বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আলসৌদ (৮ম), সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আলনাহিয়ান (৯ম) এবং মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (১০ম)

বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মগুলোর অন্যতম ইসলাম। বিশ্বজুড়ে এ ধর্মের অনুসারী তথা মুসলিমদের সংখ্যা প্রায় ২০০ কোটিরও বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। বিশ্বে মোট ৫৬ টি মুসলিমপ্রধান দেশ আছে।

উল্লেখ্য, ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ ২০০৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের এই তালিকা প্রকাশ করে আসছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More