জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য নানা কারণে বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বাংলাদেশের রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম দিকেই রয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালেও রাজধানীর বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে, যা আরও একটি উদ্বেগজনক তথ্য হিসেবে উঠে এসেছে। সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ৩৯৫ রেকর্ড করা হয়েছে, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে। এই স্কোর ‘ঝুঁকিপূর্ণ‘ বায়ু পরিস্থিতি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
ঢাকার পর ২১৮ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর রয়েছে দ্বিতীয় অবস্থানে, আর তৃতীয় স্থানে ২১৩ স্কোর নিয়ে ভারতের দিল্লি শহর রয়েছে। এছাড়া ২১২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক এবং ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো বায়ু পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বায়ু পরিস্থিতি হিসেবে গণ্য করা হয়, কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরের বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এর পরবর্তী পর্যায়ে, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু হিসেবে বিবেচনা করা হয়।