শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

বিশ্বসেরা ১০০ পরিবেশবান্ধব কারখানার ৬৬টিই বাংলাদেশের: বিজিএমইএ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বর্তমানে ২৪০টি। নতুন করে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে আরও তিনটি তৈরি পোশাক কারখানা। আর নতুন এসব কারখানাসহ বিশ্বসেরা ১০০টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৬টিই বাংলাদেশের।

সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ জানায়, এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২৪০টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৯৮টি, লিড গোল্ড ১২৮টি, লিড সিলভার ১০টি ও সার্টিফায়েড ৪টি। এ নিয়ে লিড স্বীকৃতি পাওয়া নতুন এই কারখানাগুলোসহ বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৬৬টিই বাংলাদেশের।

সবুজ কারখানার নতুন সনদ পাওয়া কারখানা তিনটি হলো গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড ও বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইউরো নিট স্পিন ও এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ৮৫ পয়েন্ট নিয়ে প্লাটিনাম এবং ইকোটেক্স প্লাটিনাম রেটিং পেয়েছে ৯২ পয়েন্ট নিয়ে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়। মূলত ভবন নির্মাণের পর কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More