বিশ্ববাজারে টানা তিন দিন ধরে জ্বালানি তেলের দাম উর্ধ্বমূখী।
সোমবার (১৩ জানুয়ারি) জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলার পেরিয়ে গেছে। গত ২৭ আগস্টের পর এটিই তেলের সর্বোচ্চ দাম।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বেড়ে ৮১ দশমিক ২৪ ডলারে উঠেছে। ব্রেন্ট ক্রুডের সঙ্গে ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে। এই তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৩ ডলার বা ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮ দশমিক ১০ ডলারে উঠেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে তেলের দাম ক্রমশ বেড়েই চলেছে।
বাইডেন প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রাশিয়া। আর এই অর্থ যুদ্ধের কাজ ব্যয় করে ক্রেমলিন। তাই রাশিয়ার যুদ্ধের সক্ষমতা কমাতে জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম নেফট ও সারগাটনেফতসহ ১৮৩টি তেলবাহী জাহাজ।
এসএ