তুরস্কে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন মুয়াজ মাহমুদ।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার ঢাকায় পৌঁছান হাফেজ মুয়াজ মাহমুদ। এর আগ থেকে বিমানবন্দরে তাকে বরণ করার জন্য সবাই আগে থেকেই ফুলের মালা নিয়ে অপেক্ষা করেন।
এরপর বিশ্বজয়ী হাফেজ মাহমুদকে বিশেষ সংবর্ধনা দিয়ে নেওয়া হয় ছাদ খোলা বাসে। নিয়ে যাওয়া হবে তার মাদ্রাসায়। যেই বাসে উঠেছেন হাফেজ মুয়াজের শিক্ষক, সহপাঠী, সেখানে রয়েছেন তার বাবাও।
তার জন্ম ২২ আগস্ট ২০০৬ সালে চাঁদপুর জেলার, চাঁদপুর সদরের বালিয়াবাজার গ্রামে। তার পিতা মোহাম্মদ আলি একজন ব্যবসায়ী। চার ভাই–বোনের মধ্যে তিনি সবার ছোট। তার প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় মা–বাবার কাছে। স্কুলে প্রাথমিক পড়াশোনা করেন। এরপর ঢাকার মিরপুর ১–এ অবস্থিত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামিতে ভর্তি হন। এ প্রতিষ্ঠানে তার হাফেজ হতে ৩ বছর সময় লেগেছে। এরপর শোনান আরও ২ বছর। বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানেই কিতাব বিভাগে কাফিয়া (নবম) শ্রেণির ছাত্র।
আল / দীপ্ত