বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয় চরম নাটকীয়তা। অবসান ঘটলো জল্পনা–কল্পনার। অবশেষে ঘোষণা করা হয়েছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ স্কোয়াড।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে টাইগারদের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।
বিশ্বকাপের দল থেকে ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে সুখবর পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন তিনি।
১৫ সদস্যের দলে আছে কয়েকটি চমক। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ওয়ানডে বিশ্বকাপ।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।
এসএ/দীপ্ত নিউজ