টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে নিজেরাও হতাশ বলে জানালেন, বাংলাদেশ দলের সহ–অধিনায়ক তাসকিন আহমেদ।
শুক্রবার (২৮ জুন) সকালে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা থেকে দেশে ফিরে তিনি আরও জনান, সাকিব–মাহমুদউল্লাহ‘র মতো দুই সিনিয়র খেলোয়াড়ের ফর্মে না থাকা, বড় প্রভাব ফেলেছে।
প্রতিবার দেশে ফেরার দৃশ্যটা প্রায় একইরকম। শুক্রবার বিমানবন্দরে শান্তদের বহন করা বিমানটিও, ঢাকার মাটি স্পর্শ করে, নির্ধারিত সময়ের অন্তত আধ ঘণ্টা পর। যাওয়ার আগে যতটা হাসি ছিল তাসকিনদের মুখে, ফেরার পর তার লেশমাত্র নেই।
বিশ্বকাপে ৭ ম্যাচে এক অর্ধশতকে সাকিবের নামের পাশে রান ১১১। আর মাহমুদউল্লাহ‘র ব্যাট থেকে এসেছে ৯৫ রান। বল হাতেও তাদের সফল বলা যাবে না। যার খেসারত দিতে হয়েছে মাঠে, এমনটাই জানালেন সহ–অধিনায়ক।
বিশ্বকাপ থেকে কী পেলো বাংলাদেশ–এমন প্রশ্নে তাসকিনের জবাব, একেবারে খালি হাতে ফেরেননি তারা।
দলের সঙ্গে শুক্রবার ফেরেননি লিটন দাস ও সৌম্য সরকার। তাদের ফেরার কথা শনিবার। এছাড়া সাকিব ফিরেছেন আগেরদিন। আর কোচিং স্টাফের সদস্যরা দুবাই থেকে যে যার মতো ছুটিতে গেছেন। তারা ফিরবেন ১৯ জুলাই।
আল/ দীপ্ত সংবাদ