২৫
স্বাধীনতা দিবসে জয় পাওয়ার লক্ষ্যে আজ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরেনায় খেলা শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।
২০২৬ ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে ফিলিস্তিনের কাছে ৫–০ গোলে হারায়, বাছাইপর্বের এই ধাপ পেরোনো এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
তবে কোচ হ্যাভিয়ের কাবরেরার বিশ্বাস, কাজটি অসম্ভব নয়। ওই ম্যাচে হঠাৎ খেই হারানোর মূল কারণ হিসেবে রক্ষণের দুর্বলতাকেই দায়ী করেন তিনি। তাই ফিরতি লেগের জন্য প্রস্তুতিপর্বেও গুরুত্ব পাচ্ছে রক্ষণ।
আল / দীপ্ত সংবাদ